গোপালগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
গোপালগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সহায়ক কেন্দ্র যৌথভাবে এ দিবসটি পালন করে। "প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তিমুলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি" এ প্রতিপাদে আজ বুধবার (০৩ ডিসেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে প্রতিবন্ধীদের মাঝে ১০টি হুইল চেয়ার, ২টি ট্রাই স্ট্রিক ও ১টি কর্নার বিতরন করেন জেলা প্রশাসক মো: অরিফ-উজ-জামান।
পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। এসময় সরকারী কর্মকর্তা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো: অরিফ-উজ-জামান বলেন, এসব চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের বাদ দিয়ে সমাজ এগিয়ে নেয়া সম্ভব নয়। বিশেষ সুবিধা পেলে এসব শিশু ও ব্যক্তিরা দেশকে এগিয়ে নিতে পারবেন।
Comments