গোপালগঞ্জে ২য় দিনের মত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে পরিবার পরিকল্পনা কর্মীরা
প্রস্তাবিত নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়নের এক দফা দাবীতে গোপালগঞ্জে ২য় দিনের মত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করছে পরিবার পরিকল্পনা কর্মীরা। আজ বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টারে দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সমানে অবস্থান নেয়ং কর্মীরা। পরে সেখানে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা। কর্মবিরতির ফলে গোপালগঞ্জে টিকাদান কর্মসূচী বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে টিকাগ্রহণকারীরা।
কর্মবিরতি চলাকালে আন্দোলনকারীরা বলেন, গত ২৬ বছর ধরে আমাদের ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের আন্দোলন আগামী ১১ ডিসেম্বর পযর্ন্ত চলমান থাকবে। এরপরও দাবী মানা না হলে কঠোর কর্মসূচীর ঘোষনা করা হবে।
কর্মবিরতি চলাকালে পরিবার পরিকল্পনা পরিদর্শক শেখ রায়হান বলেন, ২৬ বছর ধরে আমাদের ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের আন্দোলন আগামী ১১ ডিসেম্বর পযর্ন্ত চলমান থাকবে। এরপরও দাবী মানা না হলে কঠোর কর্মসূচীর ঘোষনা করা হবে।
পরিবার কল্যাণ পরিদর্শিকা সালমা আক্তার বলেন, আমরা মা ও স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হয়নি।
Comments