সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযান, মুক্ত হলো ৫ টি শালিক
নাটোরের সিংড়ায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের অভিযানে ৫ টি শালিক অবমুক্ত এবং প্রায় ২ হাজার মিটার পাখি মারার জাল জব্দ করা হয়।
বুধবার ভোর থেকে ৩ ঘন্টা অভিযান পরিচালনা করেন পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, পরিবেশ কর্মী মোতালেব হোসেন।
অভিযানে উপজেলার তাজপুর ইউনিয়নের ক্ষরসতি ও রাখালগাছা বিলের ৫ টি শালিক অবমুক্ত করা হয়। এসময় তারেক নামে একজন কিশোর পাখি আর না মারা শর্তে মুচলেকা দেয়। অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার এবং বাঁশের সরঞ্জাম জব্দ সহ পুড়িয়ে দেয়া হয়।
পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, শীতের সময় চলনবিলে নানা প্রজাতির পাখির আগমন ঘটে। কিছু অসাধু পাখি শিকারী পাখি নিধন করে আসছে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। তথ্য পেলে সেই এলাকায় গিয়ে অভিযান সহ সচেতনতা বাড়ানো হচ্ছে।
Comments