বিমা খাতে এজেন্ট কমিশন শূন্য-তে আনছে কর্তৃপক্ষ
দেশের নন-লাইফ বা সাধারণ বিমা খাতে এজেন্ট কমিশন তুলে দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ২৫ নভেম্বর সংস্থাটির সদর দপ্তরে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং সকল নন-লাইফ বীমা কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তাগনের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী নন-লাইফ বিমা প্রতিষ্ঠানগুলোতে ব্যক্তি এজেন্টদের লাইসেন্স বাতিল হবে। এ বিষয়ে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সব সাধারণ বিমা কোম্পানিকে আইডিআরএ-এর কাছে ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। এসব প্রস্তাবের ভিত্তিতে ব্যক্তি এজেন্ট কমিশন 'শূন্য' ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
নন-লাইফ বীমা কোম্পানির উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা ও প্রক্রিয়া নির্ধারণ করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরবর্তীতে কোন নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কর্তৃক এজেন্ট কমিশনের ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা লংঘন করা হচ্ছে কি না, তা মনিটরিং করা হবে। এছাড়া সভায় আরও সিদ্ধান্ত হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লোকবলের সংকট থাকায় উল্লিখিত মনিটরিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন কর্তৃক কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন একটি ভিজিলেন্স টিম গঠন করতে হবে।
কোন নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কর্তৃক ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়নের ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা লংঘন করলে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ভিজিলেন্স টিম কর্তৃপক্ষকে অবহিত করবে এবং কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তীতে বিষয়টি যাচাইয়ান্তে বীমা আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments