সেনাবাহিনীর গোলাবারুদ চুরি জার্মানিতে
জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের বুর্গ শহরে সেনাবাহিনীর (বুন্ডেসভেয়ার) ব্যারাকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি ডেলিভারি ট্রাক থেকে কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ চুরি হয়েছে ৷ স্থানীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ চুরি কে বা কারা করেছে তা এখনো জানা যায়নি৷ চালক অনির্ধারিত স্থানে ট্রাক থামানোয় এ ঘটনা ঘটেছে বলে মনে করছে মন্ত্রণালয়৷
প্রতিরক্ষা মন্ত্রণালয় জার্মানির দুই সংবাদমাধ্যম এমডিআর এবং সাপ্তাহিক ম্যাগাজিন ডেয়ার স্পিগেলকে চুরির ঘটনাটি গত ২৫ নভেম্বর ঘটেছে বলে জানিয়েছে৷
জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটি বেসামরিক মালিকানাধীন ট্রাক সেদিন গোলাবারুদগুলো বহন করছিল। রাত হয়ে যাওয়ায় বুর্গ-এর একটি হোটেলের পার্কিংয়ে ট্রাকটি থামিয়েছিলেন চালক। পরের দিন ট্রাক ব্যারাকে পৌঁছানোর পর কিছু গোলাবারুদ উধাও হওয়ার বিষয়টি ধরা পড়ে। তালিকার সঙ্গে মিলিয়ে দেখা যায় পিস্তলের প্রায় ১০ হাজার রাউন্ড তাজা গুলি এবং অ্যাসল্ট রাইফেল প্রশিক্ষণের ৯ হাজার ৯০০ রাউন্ড গোলাবারুদ ট্রাকে নেই।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ডেয়ার স্পিগেলকে এক বিবৃতিতে বলেছে, ''আমরা চুরির বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিই। এই ধরনের গোলাবারুদ ভুল হাতে পড়া উচিত নয়।'' মন্ত্রণালয় মনে করে, চালকের এমন জায়গায় ট্রাক থামানো ঠিক হয়নি। চুরিতে কারা জড়িত তা জানতে স্থানীয় পুলিশের সহায়তায় তদন্ত শুরু করেছে বুন্ডেসভেয়ার৷
জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে গোলাবারুদ 'হারানোর' ঘটনা আগেও ঘটেছে। গত কয়েক মাসে বার্নবুর্গ এবং আইসলেবেন শহরে পুলিশের গোলাবারুদ খোয়া যাওয়ার ঘটনাও ঘটেছে।
Comments