ইউনাইটেড আরব আমিরাতে খালেদা জিয়ার জন্য কুরআন খতম ও দোয়া মাহফিল
ইউনাইটেড আরব আমিরাত-এ জিয়া পরিষদের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) শারজার একটি রেস্টুরেন্টের হলরুমে খতম কোরআন ও দোয়া মাহফিল হয়। এতে উপস্থিত ছিলেন, জিয়া পরিষদের আহ্বায়ক মুস্তফা মাহমুদ, সদস্য সচিব এস এম মোদাসসের শাহ, ইঞ্জিনিয়ার করিমুল হক, শাহীনুর শাহীন, শাহদাত হোসেন সুমন, সাহেদ রেজাউল করিম, গাজি মামুনসহ সাধারণ প্রবাসীরা।
মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দীন । দেশনেত্রীর রোগমুক্তি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান উপস্থিত নেতাকর্মীরা।
Comments