রিয়াদে ভৈরব জেলার দাবিতে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে ভৈরব প্রবাসীদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এই আয়োজনকে ঘিরে প্রবাসী ভৈরববাসীর মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী লোকমান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবসায়ী ও সমাজসেবক রুবেল আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন তোহিদ শিকদার। বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা এস. এম. রুবেল, নবি মিয়া, খোকন আহমেদ, আকবর মিয়া, নুরু মিয়া, সেলিমসহ ভৈরব উপজেলার বিভিন্ন এলাকার প্রবাসীরা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ভৈরবকে জেলা ঘোষণার দাবি দীর্ঘদিনের প্রবাসী ও এলাকাবাসীর আকাঙ্ক্ষা। ভৌগোলিক ও প্রশাসনিক দিক থেকে ভৈরব জেলা হওয়া সময়ের দাবি উল্লেখ করে তারা আশা প্রকাশ করেন—সরকার দ্রুত এই পদক্ষেপ নেবে।
Comments