মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে রোববার, ১৬ নভেম্বর কুয়ালালামপুরে শুরু হতে যাচ্ছে এক রঙিন ক্রিকেট প্রতিযোগিতা, নিক্সা গ্লোবাল ব্যাটেল ফর দ্য উইকেটস ২০২৫।
শর্ট পিচ ফরম্যাটের এই আয়োজনটি পরিচালনা করছে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)–এর সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার।
দীর্ঘ প্রস্তুতি শেষে আটটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সাজানো হয়েছে টুর্নামেন্টের দলগুলো—সিটি ইউনিভার্সিটি, আইআইইউএম, মাহসা, সাইবারজায়া, ইউসিএসআই, ইনটি, লিংকন ও জিওমেটিকা।
সংবাদ ব্রিফিংয়ে বিয়ামের কেন্দ্রীয় সভাপতি বশির ইবনে জাফর বলেন, সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের কার্যকর সংগঠন ও নিবেদন আমাদের তরুণদের মাঝে নতুন উদ্যম তৈরি করছে।
এসময় বিয়ামের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি রফিকুল ইসলাম বলেন, এই ধরনের আয়োজন নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্র তৈরি করে দেয়, যেখান থেকে ভবিষ্যতের পথপ্রদর্শকরা উঠে আসবে।
পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে নিক্সা গ্লোবাল।
Comments