কুমিল্লা-৪ আসনটি এনসিপির, নিশ্চিত করলেন হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়ন গ্রহণের পর প্রতিক্রিয়ায় হাসনাত বলেন, 'আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা মেম্বার ইলেকশনেও পাস করবো না, জামানত বাজেয়াপ্ত হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়েই দেবিদ্বার আসনটি জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কুমিল্লা-৪ আসনটি আজকেই নিশ্চিত হয়েছে। আমরা এখন সামনে যে নির্বাচনটি আছে সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটির (বিজয়ের) আনুষ্ঠানিকতা অর্জন করবো।'
তিনি আরও জানান, 'আমি সংসদে দেবিদ্বারের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। দেবিদ্বারের মাটি, পানি, বাতাস আমাকে হৃদয় দিয়ে টানে। প্রতিটি মানুষ আমার আত্মীয়ের মতো। শৈশব, কৈশোর ও শিক্ষাজীবনের স্মৃতি এখানে আমার সঙ্গে জড়িত।'
হাসনাত বলেন, দেবিদ্বার একটি দীর্ঘদিন ধরে অবহেলিত উপজেলা। শিক্ষার, সংস্কৃতির ও উন্নয়নের ক্ষেত্রে এটি পিছিয়ে ছিল এবং প্রতিটি সরকারের আমলেই বৈষম্যের শিকার হয়েছে। 'আমি এখানে অবহেলিত দেবিদ্বারের উন্নয়নে কাজ করতে চাই,' তিনি যোগ করেন।
তিনি আরও বলেন, 'এনসিপির নীতিনির্ধারণী বোর্ড যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি আমার সবটুকু দিয়ে দেবিদ্বারের মাটি ও মানুষের জন্য কাজ করব। ঢাকাসহ গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচনের প্রস্তাবও এসেছিল, কিন্তু আমার হৃদয় দেবিদ্বারের প্রতি। আমি এখানে শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে কাজ করতে চাই।'
এ সময় তিনি দেবিদ্বারের সর্বস্তরের জনতার সহযোগিতাও কামনা করেন।
ইতোমধ্যে এই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীকে এই আসন থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলটি। এখন পর্যন্ত ওই আসন থেকে তিনবার নির্বাচন করে তিনবারই জয়ী হয়েছেন তিনি।
Comments