আবেগপ্রবণ হৃতিক, কাঁদলেন সুজানও
বলিউড অভিনেতা হৃতিক রোশন আবারও প্রাক্তন স্ত্রী সুজান খানের প্রতি নিজের মানবিকতা ও সম্পর্কের উষ্ণতা প্রমাণ করলেন। সম্প্রতি প্রয়াত হন সুজান ও জায়েদ খানের মা প্রবীণ অভিনেত্রী জারিন খান। ৮১ বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মুম্বাইয়ে সঞ্জয় খানের বাসভবনে অনুষ্ঠিত শেষকৃত্যে বলিউডের অসংখ্য তারকা শ্রদ্ধা জানাতে হাজির হন। সেখানে সুজানের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিতে দেখা যায় হৃতিক রোশনকে। চোখে জল, মুখে নীরবতা— তবুও প্রাক্তন স্ত্রীর পাশে থাকার এই মুহূর্ত সবার নজর কাড়ে।
শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন জয়া ও শ্বেতা বচ্চন, রানি মুখার্জি, ববি দেওল, সাবা আজাদ, পশমিনা রোশন, শাবানা আজমি, নীলম কোঠারি, রাকুল প্রীত সিং, জ্যাকি ভাগনানি ও জ্যাকি শ্রফসহ আরও অনেকে।
এক দশকেরও বেশি সময় আগে হৃতিক ও সুজান আলাদা হয়ে গেলেও তাদের বন্ধুত্ব ও সহ-অভিভাবকত্ব এখনো উদাহরণ। ২০০০ সালে বিয়ের পর তাদের দুটি ছেলে—হৃহান ও হৃদান। ২০১৪ সালে বিচ্ছেদ হলেও পরিবারটি এখনও নানা উপলক্ষে একত্র হয়।
বর্তমানে হৃতিক সাবা আজাদের সঙ্গে, আর সুজান আরসলান গনির সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবুও জারিন খানের মৃত্যুর এই আবেগঘন মুহূর্তে হৃতিকের প্রাক্তন স্ত্রীর পাশে দাড়ানো প্রমাণ করে—সম্মান আর সম্পর্কের বন্ধন সময় পেরিয়ে টিকে থাকে।
Comments