আমজনতার তারেককে অনশন ভেঙে আপিলের পরামর্শ ইসি সচিবের
অনশন ভেঙে আমজনতার দলের তারেককে আপিল করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। রোববার (৯ নভেম্বর) আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এসব কথা বলেন।
তিনি বলেন, কিছু শর্তের আওতায় নিবন্ধন না মঞ্জুর হয়েছে। প্রার্থী ও রাজনৈতিক দলের কেউ সংক্ষুব্ধ থাকলে যেকোন সময় আবেদন করতে পারে।
গত মঙ্গলবার (৪ নভেম্বর) চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
এরপর দাবি-আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে। সেদিন দল নিবন্ধনের তালিকা থেকে ছিটকে পড়ে তারেক রহমানের 'আমজনতার দল'। এরপর ওইদিন বিকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূলক ফটকে অনশনে বসে যান তারেক।
Comments