রিয়াদে প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ পরিষদের সাংস্কৃতিক সন্ধ্যা
মানব সেবাই আমাদের মূল লক্ষ্য- এই স্লোগান কে ধারণ করে সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্রাহ্মণবাড়িয়া সারাইল উপজেলা ৮ নম্বর নোয়াগাঁও ইউনিয়ন প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন কমিটি পরিচিতি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদের সিফা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে নোয়াগাঁও ইউনিয়ন প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মজিদ, ও যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আব্দুল বাসির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা শেখ রাকিব। প্রধান বক্তা সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক শাহীন, উপদেষ্টা ইয়াকুব, পরান মিয়া,সহ নোয়াগাঁও ইউনিয়ন প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ পরিষদের সর্বস্তরের প্রবাসীরা।
Comments