বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের আয়োজনে দোয়া ও শোকসভা
বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক দোয়া ও শোকসভা। ব্যবসায়ী এবং সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য নূরুল ইসলাম নূর এর পিতা মরহুম আবুল কালাম আজাদের রূহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় আলী বুরির বাংলাদেশ বিজনেস ফোরামের নিজস্ব হলরুমে এ অনুষ্ঠান হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সূচনা করেন ইয়াছিনুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আইনুল হক সরকার, এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোকবুল আহমেদ, উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন ও কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমানসহ ফোরামের নেতারা।
এছাড়া বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের নেতারাও অনুষ্ঠানে যোগ দেন, এর মধ্যে ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি ইমন, কিশোর মেলার সভাপতি জয়নাল আবেদীন, ইয়াং অ্যাসোসিয়েশনের সভাপতি নাজির আহমেদসহ বিপুল সংখ্যক প্রবাসী।
অনুষ্ঠানের শেষে ধর্মীয় আলোচনা করেন বুরি মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলী হোসেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল হক।
Comments