মালদ্বীপে বাংলাদেশ–ইউনিসেফ বৈঠক: শিশু কল্যাণ ও শিক্ষায় সহযোগিতা জোরদারের অঙ্গীকার
বাংলাদেশের হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম ও মালদ্বীপে ইউনিসেফ প্রতিনিধি ড. এডওয়ার্ড অ্যাড্ডাই-এর মধ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শিশু কল্যাণ, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসী শিশুদের অন্তর্ভুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
ড. নাজমুল ইসলাম বলেন, শিশুদের শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে বহুপাক্ষিক সহযোগিতা আজকের বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ড. অ্যাড্ডাই মালদ্বীপের অর্থনীতিতে বাংলাদেশি প্রবাসীদের অবদান তুলে ধরে জানান, মালদ্বীপে অবস্থানরত সকল শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিসেফ প্রতিশ্রুতিবদ্ধ।
ইউনিসেফ প্রতিনিধি ১৮ বছরের নিচে বাংলাদেশি শিশুদের যেকোনো প্রাথমিক সামাজিক সেবার প্রয়োজন হলে ইউনিসেফকে অবহিত করার অনুরোধ জানান। পাশাপাশি ইউনিসেফ মালদ্বীপ, ইউনিসেফ বাংলাদেশ ও বাংলাদেশ হাইকমিশনের মধ্যে যৌথ উদ্যোগে শিশুদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে শিশু উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রম আয়োজনের সম্ভাবনাও আলোচনা হয়। এ সময় ড. অ্যাড্ডাই ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠানে ড. নাজমুল ইসলামকে Guest of Honour হিসেবে আমন্ত্রণ জানান।
উভয় পক্ষই মালদ্বীপে বসবাসরত শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
Comments