মালদ্বীপে ভারা এক্সপো ২০২৫-এ উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশের অংশগ্রহণ
বৃহস্পতিবার (৬ নভেম্বর) মালদ্বীপের শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয় আয়োজিত ভারা এক্সপো ২০২৫-এ বাংলাদেশ দৃষ্টিনন্দনভাবে তুলে ধরেছে দেশের উচ্চশিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নের বৈচিত্র্যময় সুযোগ। মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদের উপস্থিতিতে উদ্বোধিত এ এক্সপোতে বাংলাদেশের স্টল পরিদর্শন করে তিনি বাংলাদেশের শিক্ষা উদ্যোগ ও বৃত্তি কর্মসূচির প্রশংসা জানান।
এক্সপোতে বাংলাদেশ সাতটি মূল শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষার সুযোগ প্রদর্শন করে—পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনস্টিটিউট।
হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম বলেন, বাংলাদেশ শিক্ষা ও দক্ষতা উন্নয়নে মালদ্বীপের বিশ্বস্ত অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রথমবারের মতো আয়োজিত ভারা এক্সপো ২০২৫ মালদ্বীপে কর্মসংস্থান, প্রশিক্ষণ ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে নতুন দিগন্ত খুলে দিয়েছে, যেখানে ১,০০০টিরও বেশি চাকরি ও ৫০০টির বেশি শিক্ষা কোর্স প্রদর্শিত হচ্ছে।
বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের শিক্ষা সহযোগিতা ও তরুণ প্রজন্মের ক্ষমতায়নে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
Comments