মালয়েশিয়ায় ৪৩ হাজার অনিবন্ধিত অভিবাসী কর্মী গ্রেফতার
অনিবন্ধিত অভিবাসী কর্মী গ্রেফতার করতে মালয়েশিয়ায় চলে নিয়মিত অভিযান। দেশে জুড়ে ধারাবাহিক অভিযানে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানের পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির অভিবাসন বিভাগ।
চলিত বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত এই ১০ মাসে অভিবাসন বিভাগ মোট ১১ হাজার ৯১৭ টি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে যাচাই-বাছাই করা হয়েছে মোট ২ লাখ ২ হাজার ৩০২ জনকে। এদের মধ্যে বৈধ নয়তিপত্র না থাকার অভিযোগে ৪৩ হাজার ২৯১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও অবৈধ কর্মীদের নিয়োগ দেওয়ার অপরাধে ১ হাজার ৮৩৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।
গত ১০ মাসের মধ্যে অক্টোবর মাসের অভিযান ছিল চোখে পড়ার মতো। এই মাসে ১হাজার ২২২ অভিযানে কাগজপত্র যাচাই-বাছাই করা হয় ২৫ হাজার ৯৩৭ জনকে।
এর মধ্যে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৪ হাজার ২৩৯ জন অভিবাসী কর্মী গ্রেফতার করা হয়। এছাড়াও অনিবন্ধিত অভিবাসী কর্মীদের কাজ দেওয়ার অভিযোগে ২৪৪ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়।
অভিবাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সর্বদা সুরক্ষিত রাখতে তারা ইনফোর্সমেন্ট কার্যক্রম কে আরো শক্তিশালি করতে বদ্ধপরিকর। অনিবন্ধিত অভিবাসী কর্মীদের ঠেকাতে আরো জোরালো অভিযান পরিচালনা করা হবে।
অন্যদিকে জেলের সাজা শেষ হওয়ায় শেষে নিয়মিত নিজ নিজ দেশে কর্মী ফেরত দিচ্ছে মালয়েশিয়া। চলমান কার্যক্রম ৫০০ রিংগিত জরিমানা দিয়েও দেশে ফিরে যাচ্ছেন হাজার কর্মী।
Comments