প্রথম শ্রেণীর ক্রিকেটে এবার সুযোগ পাচ্ছেন যুব ক্রিকেটাররাও
ঘরোয়া টুর্নামেন্ট যে দেশের যত সক্রিয়, সে দেশের ক্রিকেটের ভিত ততই মজবুত বলে ধারণা করা হয়। মূলত ঘরোয়া ক্রিকেটে খেলার মধ্য দিয়ে পাইপলাইনের ক্রিকেটাররা উঠে আসেন জাতীয় দলের রাডারে। বাংলাদেশে জাতীয় ক্রিকেট লিগও (এনসিএল) সেক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। এবার লাল বলের চার দিনব্যাপী ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও।
গত ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছে এনসিএলের ২৭তম আসর। চলমান এই আসরেও যথারীতি খেলছে ৮ বিভাগের দল। ইতোমধ্যে দুই রাউন্ডের খেলা শেষ হয়েছে। তৃতীয় রাউন্ডের খেলা মাঠে গড়ানোর অপেক্ষা। তার আগে জানা গেল, প্রথম শ্রেণীর এই ম্যাচ খেলবেন যুব দলের ক্রিকেটাররা। এখন পর্যন্ত কয়েকজন ক্রিকেটারের খেলার নিশ্চয়তা পাওয়া গেছে।
খুলনা বিভাগে খেলবেন কালাম সিদ্দিকি অ্যালেন ও সামিউন বশির রাতুল। বাংলাদেশ যুব দলটির অধিনায়ক আজিজুল হাকিম তামিম কোন বিভাগে খেলবেন সেটা নিশ্চিত করে জানা যায়নি। কারণ খুলনা বিভাগে কয়েকজন ওপেনার থাকায় তামিমের খেলার সম্ভাবনা ক্ষীণ। এ ছাড়া ঢাকা বিভাগে খেলতে পারেন রিফাত বেগ, সিলেটে খেলতে পারেন আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন।
এনসিএল টেস্টে এক রাউন্ডের জন্যই খেলার ছাড়পত্র পেয়েছেন যুব দলের এসব ক্রিকেটার। বিশ্রামের কথা চিন্তা করেই এক রাউন্ড খেলবেন তারা। এরপরই আগামী নভেম্বর মাসে তামিমের দল এশিয়া কাপ ক্রিকেট খেলতে যাবে।
Comments