তারকা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ
জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শন উইলিয়ামস মাদকাসক্তি থেকে বাঁচতে পুনর্বাসন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। সে কারণে তিনি নিজেকে জাতীয় দলের বাইরে রাখার কথাও জানিয়েছেন। রোডেশিয়ানদের জন্য এটি বড় ধাক্কাই বটে! ৩৯ বছর বয়সী উইলিয়ামস জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটে ৯০০০ রান এবং ১৫০ উইকেট নিয়েছেন।
হারারেতে সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফ্রিকা অঞ্চলের কোয়ালিফায়ার সিরিজ অনুষ্ঠিত হয়েছে। ঘরের মাঠে হওয়া ওই সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন শন উইলিয়ামস। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বোর্ড বলছে, অভ্যন্তরীণ এক অনুসন্ধানে নিজেকে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে তিনি মাদকাসক্তি নিয়ে ব্যক্তিগত সংগ্রাম এবং স্বেচ্ছায় পুনর্বাসন প্রোগ্রামে ভর্তি হওয়ার কথা জানান।
জেডসি'র গভর্নিং বডি জানায়, 'উইলিয়ামস আর জাতীয় দলের স্কোয়াডের জন্য বিবেচিত হবেন না। জেডসি প্রত্যাশা করে– কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্রতিটি ক্রিকেটার যেন পেশাদারীত্বের মান, শৃঙ্খলা এবং দলের প্রোটোকল ও অ্যান্টি-ডোপিং নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে।' জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের বিবৃতি নিয়ে অবশ্য মুখ খোলেননি এই তারকা অলরাউন্ডার।
নিজ থেকে মাদকাসক্তি থেকে বাঁচার লক্ষ্যে পুনর্বাসন কার্যক্রম শুরু ও জাতীয় দল থেকে উইলিয়ামসের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে জেডসি বলছে, 'উইলিয়ামসের অতীত রেকর্ড রিভিউয়ের পর শৃঙ্খলা ভঙ্গের বিষয় এবং দলে অনিয়মিত হওয়ার নজির দেখা গেছে। যা দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল। রিহ্যাবিলিটেশন গ্রহণ এবং জাতীয় দলের প্রতিশ্রুতি রক্ষার্থে পেশাদারীত্ব ও নৈতিক মানের জায়গা থেকে এই সিদ্ধান্তের প্রশংসা করছি।'
তিন ফরম্যাট মিলিয়ে ২১ ম্যাচে জিম্বাবুয়ে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন শন উইলিয়ামস। আন্তর্জাতিক ক্যারিয়ারে সবমিলিয়ে খেলেছেন ২৭৩ ম্যাচ। তার সঙ্গে ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে তার ব্যক্তিগত এবং জেডসি'র সিদ্ধান্তের পর এখনই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলে ধারণা করা হচ্ছে। জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্যের অবদানের জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তার দ্রুত পুনর্বাসন প্রত্যাশা করছে জেডসি।
Comments