প্রবাসে শুরু হলো বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম। এর মধ্য দিয়ে বাস্তবে রূপ নিচ্ছে বিদেশে থেকেও বাংলাদেশের নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন।
মঙ্গলবার (৪ নভেম্বর) মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে মতবিনিময় সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এ কার্যক্রমের। অনুষ্ঠানে প্রবাসীদের হাতে তুলে দেওয়া হয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ডি. এম. আতিকুর রহমান। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন থেকে আসা পাঁচ সদস্যের প্রতিনিধি দল, যারা প্রবাসীদের এনআইডি নিবন্ধন প্রক্রিয়া ও ভোটাধিকার সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করেন।
রাষ্ট্রদূত ড: মোঃ নাজমুল ইসলাম বলেন, প্রবাসীদের এই নিবন্ধন কার্যক্রম শুধু ভোটাধিকার নিশ্চিত করবে না, বরং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের সম্পৃক্ততা আরও দৃঢ় করবে।
এ সময় ছিলেন দূতাবাসের শ্রম উইং কাউন্সিলর মোঃ সোহেল পারভেজ, মালদ্বীপ বিএনপি সভাপতি মোঃ খলিলুর রহমান, ও বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসীরা জানান, এই উদ্যোগকে তারা শুধু প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে দেখছেন না, বরং এটি বাংলাদেশের গণতন্ত্রে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের নতুন দিগন্ত খুলে দিয়েছে।
Comments