ফ্রান্সে প্রবাসী বৌদ্ধদের শেষ কঠিন চীবর দান
না আনুষ্ঠানিকতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান ফ্রান্স আন্তর্জাতিক সার্বজনীন বুদ্ধ বিহার সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের প্রতি সমাপ্তি ঘটলো বৌদ্ধদের এ অন্যতম ধর্মীয় উৎসব।
রবিবার (২ নভেম্বর) প্যারিসের অদুরে ববিনির লা ভিলা মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
উপচেপড়া পুণ্যার্থীদের অংশ্রগ্রহণে দিনব্যাপী দুপুরে কঠিন চীবর দানসভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, প্রধান জ্ঞাতি ছিলেন ফ্রান্স বিশ্বশান্তি ধ্যানকেন্দ্রের অধ্যক্ষ বিদ্যাবারিধী ড. বরসম্বোধি মহাথের। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কাতালগঞ্জ নব পন্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক ড . উপানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সচিব ভদন্ত সংঘানন্দ মহাথের, প্রধান জ্ঞাতি ছিলেন ফ্রান্স বিশ্বশান্তি ধ্যানকেন্দ্রের অধ্যক্ষ বিদ্যাবারিধী ড. বরসম্বোধি মহাথের। সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত মেত্তাবংশ মহাথের, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান বিনয়শীল ভদন্ত প্রিয়রত্ন মহাথের, রামু সীমা বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় মহাথের, লন্ডন জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত মহিপাল মহাথের, বাংলাদেশ ভিক্ষুণী সঙ্ঘের প্রধান ভিক্ষুণী গৌতমী। উদ্বোধক ছিলেন ফ্রান্স আন্তর্জাতিক সার্বজনীন বুদ্ধ বিহারের পরিচালক ভদন্ত বুদ্ধপ্রিয় থের , অন্যান্যদের মধ্যে ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিসার থের, ভদন্ত কল্যাণরত্ন থের, ভদন্ত শাক্যবংশ থের, ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত প্রিয়রক্ষিত ভিক্ষু, ভদন্ত অমিতানন্দ থের ,ভদন্ত বিমলানন্দ ভিক্ষু্ ভদন্ত অপ্রমাদ ভিক্ষুসহ শ্রীলংকাসহ কম্বোডিয়ান বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত ছিলেন।
রিজু বড়ুয়া, পংকজ বডুয়া ও শমিষ্টা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় মঙ্গলাচরণ করেন ভদন্ত বিজয়ানন্দ মহাথের, পঞ্চশীল প্রার্থনা করেন কাঁকন বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন উদযাপনী কমিটির সভাপতি ছোটন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, উত্তম কে বড়ুয়া। লিপিকা বড়ুয়ার সঙ্গীত পরিচালনায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন প্যারিসের স্থানীয় শিল্পীরা।
সবশেষে লিপিকা বড়ুয়ার পরিচালনায় পংকজ বড়ুয়া ও দীপা বড়ুয়ার সঞ্চালনায় প্যারিসের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আয়োজকরা জানান, প্রতিবছর এই অনুষ্ঠানটি মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়। এ আয়োজন ঘিরে তাদের এক বছর প্রতীক্ষা। দেশে থাকলে অন্যরকম আবহে পালন হতো এ অনুষ্ঠানটি।
কঠিন চীবর দান ঘিরে ফ্রান্সে প্রবাসীদের মিলন মেলা হয়। ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বৌদ্ধরা সমবেত হন পূর্ণ অর্জন করতে।
Comments