দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বিএনপির বৈঠক চলছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা পর্যালোচনা ও চূড়ান্ত করতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। বৈঠকে উল্লেখযোগ্য সংখ্যক আসনের প্রার্থী চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। আজ সোমবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্রে জানা গেছে, গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিএনপির জেলা ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্যরাও বৈঠকে উপস্থিত রয়েছেন।
নেতারা জানিয়েছেন, বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো আসন্ন জাতীয় নির্বাচনে দল ও জোটের একক প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা।
এমন এক সময়ে এই বৈঠকের ঘোষণা এসেছে, যখন এর একদিন আগে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান ঘোষণা দেন যে শিগগিরই দলীয় প্রার্থীদের নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
তিনি বলেন, 'খুব শিগগিরই বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দল যাকে যে আসনে মনোনীত করবে, তাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'
তিনি আরও বলেন, 'মনে রাখবেন, আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার কিন্তু ওত পেতে রয়েছে। সুতরাং নিজেদের মধ্যে রেষারেষি, বিবাদ, বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না যাতে প্রতিপক্ষ আপনাদের মধ্যকার বিরোধের সুযোগ নিতে পারে।'
দলীয় সূত্র জানায়, তারেক রহমান গত দুই সপ্তাহ ধরে বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সব মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকের পক্ষে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন।
সূত্র আরও জানায়, প্রথম ধাপের মনোনয়ন তালিকায় প্রায় ২০০টি আসনের প্রার্থী থাকতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সম্প্রতি জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রায় দুই শত আসনের প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।
তিনি মনোনীত ও অমনোনীত সব প্রার্থীকে দলীয়ভাবে অনুমোদিত প্রার্থীর পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।
Comments