‘জুলাই সনদ ও গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে হবে’
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো উদ্যোগ নেবে না। এখন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলা হয়েছে। সে জন্য সম্ভাব্য সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ। আজ সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একথা বলেন।
আইন উপদেষ্টা জানিয়েছেন, কয়েকটি বিষয়ে সংস্কার নিয়ে এখনও দ্বিমত আছে। গণভোট কখন হবে ও ভোটের বিষয় কি এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে হবে।আজ (৩ নভেম্বর) সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গণভোট আয়োজনের বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে সব রাজনৈতিক দলই নীতিগতভাবে একমত হয়েছিল। তবে গণভোটের সময় নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। কেউ কেউ জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে, আবার কেউ নির্বাচনের কাছাকাছি সময়ে তা আয়োজনের প্রস্তাব দিয়েছেন।
 
        
      
Comments