তালতলীতে ছাগলের পেট থেকে মানুষ আকৃতির বাচ্চার জন্ম, দুদিন পর মৃত্যু
বরগুনার তালতলী উপজেলায় একটি ছাগলের পেট থেকে মানুষ আকৃতির অদ্ভুত এক বাচ্চার জন্ম নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটে ২৫ অক্টোবর, উপজেলার বড়বগী ইউনিয়নের নিউপাড়া গ্রামে।
জানা গেছে, সৌদি প্রবাসী মো. হেমায়েত মিয়ার স্ত্রী সুমাইয়া বেগম কিছু মাস আগে একটি ছাগল ক্রয় করেন। শনিবার রাতে ওই ছাগলটি তিনটি বাচ্চা প্রসব করে। এর মধ্যে দুটি স্বাভাবিক হলেও তৃতীয় বাচ্চাটি ছিল অত্যন্ত অস্বাভাবিক—মুখমণ্ডল, চোখ ও শরীরের গঠন অনেকটাই মানুষের মতো ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চাটির চোখ দুটি ছিল কপালের ওপর, পাশাপাশি অবস্থিত। নাক ছিল না, এবং পুরো মুখমণ্ডল এমনভাবে গঠিত ছিল যে দূর থেকে দেখলে একে মানুষের নবজাতকের সঙ্গে মিলিয়ে ফেলা যেত।
অস্বাভাবিক এই দৃশ্য দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ ভিড় করে হেমায়েত মিয়ার বাড়িতে। কেউ ছবি তুলেছেন, কেউ ভিডিও করেছেন, কেউ আবার সরাসরি সামাজিক মাধ্যমে প্রচার করেছেন ঘটনাটি।
স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন একে "আল্লাহর কুদরতি নিদর্শন" হিসেবে দেখছেন। তবে জন্মের দুদিন পর অদ্ভুত আকৃতির ছাগলের বাচ্চাটি মারা যায়।
Comments