সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ এক যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গায় ১০৮ গ্রাম হেরোইনসহ মো. লালন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
গ্রেপ্তার লালন রাজশাহীর পুঠিয়া থানার চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১২-এর একটি দল সলঙ্গার রামারচর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে হেরোইন, মাদক ক্রয়–বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।
শুক্রবার সকালে র্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার লালনের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Comments