বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতে নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশের জাতীয় মিডিয়ার প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত–এর ২০২৫–২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে জিলিব আল সুয়েখের আব্বাসিয়ার মুজাম্মা এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সম্মেলনে প্রবাসী সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি নির্বাচিত হয়েছেন মঈন উদ্দিন সরকার সুমন (সময় টিভি) এবং সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ (বাংলা টিভি)।
সিনিয়র সহ-সভাপতি আল-আমিন রানা (মাই টিভি), সহ-সভাপতি সেলিম হাওলাদার (এস এ টিভি) ও জাহাঙ্গীর খান পলাশ (নিউজ২৪)।
বক্তারা প্রবাসে সাংবাদিকদের ঐক্য ও পেশাদারিত্ব বজায় রেখে প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
Comments