শেবাচিম হাসপাতালে অধুনিক মানের কার্ডিওলজি বিভাগের উদ্বোধন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) অন্ধকার থেকে আলোর দেখা পেল।
আধুনিক মানে নতুন করে হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নতুন বেড, কার্ডিয়াক মনিটর, অক্সিজেন, সেন্টাল এসি, ৪টি নতুন টয়েলটে নির্মান, দেয়ালের পলেস্তারা ঠিক করা সহ বিভিন্ন আসবাপত্র পরিবর্তন করে ইউনিট টিকে ঢেলে সাজানো হয়েছে।
সোমবার (২০) অক্টোবর) সকাল ১০টায় আধুনিক মানের এই নতুন এই হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) উদ্বোধন করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মশিউল মুনীর।
এসময় উপস্থিত ছিলেন কার্ডিওলজি বিভাগের প্রধান এসিস্ট্যান্ট প্রফেসর ডা. অসিম বিশ্বাস, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, রিপোর্টাস ইউনিটি সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিবেদক সিনিয়র সাংবাদিক নাসিমুল আলম সহ কর্তব্যরত ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা।
শের-ই বাংলা মেডিকেলের সিসিইউ বিভাগের এই ওয়ার্ডে ২৪ টি বেড থাকলেও রোগী ভর্তি থাকত ৪ থেকে ৫গুন বেশী । শয্যা সংকটের কারণে মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। এছাড়া ডাক্তার, নার্স ও চতুর্থ শ্রেনীর কর্মচারী সংকট রয়েছে বিভাগটিতে।
Comments