বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে আমিরাতে আয়োজন
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাতে প্রবাসীদের সচেতনতা ও আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের লক্ষ্যে ফুজাইরা বাংলাদেশ সমিতির উদ্যোগে, বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের সহযোগিতায় এবং আমিরাত প্রশাসনের অংশগ্রহণে মতবিনিময় সভা হয়েছে।
১৭ অক্টোবর ফুজাইরা সমিতির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে সংগঠনের সভাপতি কফিল উদ্দিন বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ পারভেজ এর পরিচালনায় এবং হেলাল নুর ও হামাদ মুহাম্মদ ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।
শুরুতে আমিরাত প্রশাসনের পক্ষ থেকে সাইবার ক্রাইম ও সোশ্যাল মিডিয়া এবং ট্রাফিক আইন বিষয়ে ৩টি গুরুত্বপূর্ণ প্রামাণ্য চিত্র প্রদর্শন করে এ বিষয়ে মূল্যবান দিক নির্দেশনা দেয়া হয়। এসময় বিশেষ অতিথি ফুজাইরা পুলিশের কমিউনিটি সুরক্ষা ও প্রতিরোধ বিভাগের উপ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ সাঈদ আল হাশিমি বলেন, 'আমরা সব সময় বাংলাদেশ কমিউনিটিকে সহযোগিতা করে পাশে থাকতে চাই, আশা করি আপনারাও আমাদের সঙ্গে থেকে অপরাধ প্রতিরোধে অংশীদার হবেন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতন ও সতর্ক থাকতে হবে'। পাশাপাশি রাস্তা পারাপারসহ প্রত্যেক সেক্টরের আইন কানুন মেনে চলার আহ্বান জানান।
প্রধান অতিথি রাষ্ট্রদূত তারেক আহমেদ আমিরাত সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন শতভাগ আইনের দেশ সংযুক্ত আরব আমিরাত, যে দেশটিতে এআই প্রযুক্তির মাধ্যমে অপরাধ চিহ্নিত করা হয়। অর্থাৎ আমরা যা করছি সবই রেকর্ড হচ্ছে। সুতরাং যে যেখানে অবস্থান করি না কেন, সবাই যেন আইন কানুন মেনে চলি। পাশাপাশি ১৭ অক্টোবর প্রবাসীদের বিবিধ বিষয়ে আমিরাতের শ্রমমন্ত্রীর সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে বলেও জানান তিনি।
বিশেষ অতিথি কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আমাদের ভালো কাজের মাধ্যমে আমাদের সকল সমস্যার সমাধান করতে হবে।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন ফুজাইরা সিআইডিও সাইবার অপরাধ দমন বিভাগের সিনিয়র কর্মকর্তা লেফটেন্যান্ট হামাদ মোহাম্মদ বিন নাইয়া আল তুনাইজি। ট্রাফিক ও লাইসেন্সিং বিভাগের প্রথম সহকারী ড. ইয়াসের রশিদ আল হেফেইতি, ফুজাইরা কমিউনিটি পুলিশের সিনিয়র কর্মকর্তা মেজর ফাতিমা হামাদ আল ইয়ামাহি, মেজর মরিয়ম আলী আল জাহমি ও আহমেদ নাসের আল কিন্দি।
এছাড়াও ফুজাইরা বাংলাদেশ সমিতির সব সদস্য ও সম্পাদক এবং বাংলাদেশ প্রেসক্লাব ইউএইসহ আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত প্রবাসীরা সুন্দর আয়োজনের জন্য ফুজাইরা সমিতির প্রশংসা করেন এবং এটি চলমান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমিরাত প্রশাসন অংশ নেওয়ায় সমাপনী বক্তব্যে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন বেলাল। পাশাপাশি দুদেশের সরকারের পক্ষ থেকে পাওয়া বার্তা সমূহ প্রবাসীদের কাছে পৌছিয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
Comments