জুলাই সনদে স্বাক্ষর না করা নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন আহমদ
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করুক বা না করুক, তা আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, 'এই জাতি মনে করে শহীদ জিয়াউর রহমানের সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংগত করতে আমরা বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন আনতে চাই, সেটা শুরু হয়ে গেছে।'
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আরও বলেন, 'আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এখনো বিশৃঙ্খলার চেষ্টা করছে।'
 
  
 
 
 
Comments