উদযাপনের জন্য শাস্তি পেয়েছেন চেলসির কোচ

নিজেদের শেষ ম্যাচে লিভারপুলকে হারিয়েছে চেলসি। এস্তেভাও'র শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে ২-১ গোলে হারায় ব্লুজরা। চেলসির দ্বিতীয় গোলের পর খেলোয়াড়দের সঙ্গে উদযাপনে মাতেন কোচ এনজো মারেস্কাও। যার কারণে রেফারি তাকে হলুদ কার্ডও দেখিয়েছিলেন। এবার ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) মারেস্কাকে জরিমানার পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধও করেছে।
এফএ বুধবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে মারেস্কার শাস্তির কথা জানিয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি মারেস্কাকে আট হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
গত ৪ অক্টোবর স্ট্যামফোর্ড ব্রিজে রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে ২-১ গোলে হারায় চেলসি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জয়সূচক গোলটি করেন এস্তেভাও। ওই গোলের পর ডাগআউট থেকে এক ছুটে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে বুনো উল্লাসে মাতেন মারেস্কা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কার হন তিনি।
ম্যাচ চলাকালীন অনুপযুক্ত আচরণের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এফএ জানিয়েছে, অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন চেলসির কোচ।
নিষেধাজ্ঞার ফলে আগামী শনিবার (১৮ অক্টোবর) প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে টাচলাইনে থাকতে পারবেন না তিনি।
Comments