সীমান্তে ৬০ বিজিবির অভিযান, আড়াই কোটি টাকার চোরাচালান পণ্য আটক

সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে ব্রাহ্মণবাড়িয়াস্থ ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ন।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান জানান, ১৫ অক্টোবর বুধবার সুলতানপুর ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা এবং কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চোরাচালানের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ উন্নতমানের ভারতীয় শাড়ি আটক করা হয়। আটককৃত শাড়ির সিজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এছাড়াও প্রায় ১ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, খাদ্য সামগ্রী, বাঁজি আটক করা হয়। চোরাচালান রোধে সীমান্তে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Comments