হংকংয়ের সাথে ১-১ গোলে ড্র করলো বাংলাদেশ

ম্যাচের ৭৩ মিনিটে হংকং দশ জনের দলে পরিণত হয় ৷ মিডফিল্ডের মাঝামাঝি জায়গায় বাংলাদেশের সামিতকে সাইডলাইনের পাশে ফাউল করেন। জাপানিজ রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন।
দশজনের হংকংকে পেয়ে চেপে ধরে বাংলাদেশ। তাতে গোলও আদায় করে নিয়েছে। ম্যাচের ৮৩ মিনিটে বদলি ফুটবলার ফাহিম বাম প্রান্ত থেকে ক্রস করেন। ফাহমিদুল সুন্দরভাবে হেডে বল নামিয়ে রাকিবকে দেন। রাকিব সুন্দরভাবে প্লেসিংয়ে গোল করেন।
এর আগে হংকংয়ের ৫০ হাজার দর্শকের সামনে ভালোই শুরু করেছিল হামজারা। স্বাগতিকদের আক্রমণ সামাল দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করে বসেন। জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে ম্যাথিউ গোল করতে ভুল করেননি।
তারিক কাজী একেবারে নিষ্প্রয়োজনেই ফাউল করেছেন। স্বাভাবিকভাবে ট্যাকল করার সুযোগ ছিল সেটা না করে উল্টো তিনি ভুল পথে হাটলেন। নিজের ভুল স্বীকার করে দুই হাত জোড় করে দুঃখ প্রকাশ করেন। তিনি যে ভুল করেছেন সেটার খেসারত বাংলাদেশ দিয়েছে।
হামজা আজও সারা মাঠ দৌড়ে খেলেছেন। হংকংয়ের অনেক আক্রমণ দূর থেকে উড়ে এসে ট্যাকল করছেন। আবার খুব দ্রুত উঠে আক্রমণে সহায়তা করছেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে হামজার বাড়ানো এক বল বাংলাদেশের গোলের সুযোগ তৈরি করেছিল। সেটা ঠিক মতো ফিনিশ করতে না পারায় পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের।
আজ একাদশে সুযোগ পাওয়া জায়ান আহমেদ রক্ষণে বেশি মনোযোগী ছিলেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে একবার ফাউল করায় রেফারির হলুদ কার্ড দেখেছেন। তবে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে শেষ হয় ম্যাচ।
Comments