ইতালির ভেরোনায় ভয়াবহ বিস্ফোরণ: তিন ক্যারাবিনিয়েরি নিহত

ভেনেতো অঞ্চলের ভেরোনা প্রদেশের ক্যাস্টেল ডি'আজ্জানো এলাকায় একটি দুইতলা বাড়িতে বিস্ফোরণে অন্তত তিনজন ক্যারাবিনিয়েরি (ইতালির জাতীয় নিরাপত্তা বাহিনী সদস্য) নিহত হয়েছেন এবং এক ডজনের বেশি সামরিক ও পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম লা রিপুবলিাক জানাই, শনিবার গভীর রাতে একটি বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় এই প্রাণহানি ঘটে। বিস্ফোরণের আগে একটি অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও ক্যারাবিনিয়েরি সদস্যরা বাড়িটি পরিষ্কার ও উদ্ধার অভিযানে অংশ নেন। এসময় বাড়ির ভিতরে তিনজন লোক ছিল বলে জানা গেছে। হঠাৎ করে বিস্ফোরণের ফলে পুরো দুইতলা ভবনটি ধসে পড়ে এবং উদ্ধার কাজে নিয়োজিত সদস্যরা চাপা পড়ে যান।
ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া তিন ক্যারাবিনিয়েরিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
ভেরোনার স্থানীয় প্রশাসন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাটিকে জাতীয় শোক হিসেবে উল্লেখ করে বলেন, এই সাহসী সদস্যরা জনগণের নিরাপত্তার জন্য জীবন উৎসর্গ করেছেন।
বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত নয়, তবে তদন্তকারী দল গ্যাস লিক বা ঘরোয়া কোনো বিস্ফোরক উপকরণ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় ইতালি জুড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় ও আন্তর্জাতিক মহলে বিস্ফোরণের কারণ এবং ভবিষ্যৎ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
Comments