অভিনব পন্থায় রাকসু নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণা চলছে

রাকসু নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে। দ্বিতীয় দফায় আজ মঙ্গলবার চলছে ১০ম দিনের মতো প্রচারণা। সকাল থেকে প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন হ্যান্ডবিল, প্রচারপত্র নিয়ে।প্রচারণার সময় শেষ হচ্ছে আজ রাত বারোটায়।
১৬ অক্টোবর বৃহস্পতিবার ভোটকে সামনে রেখে এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে অন্তত দুই হাজার পুলিশ সদস্য। এছাড়াও মোট তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে নির্বাচনের দিন।
প্রার্থীরা বলছেন দুই দফায় নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালোই বজায় ছিল। এখন পর্যন্ত বড় কোনো ধরনের অভিযোগ কিংবা ঘটনা ঘটেনি। একটি অবাধ সুষ্ঠু এবং ধারাবাহিক রাকসু নির্বাচনের প্রত্যাশায় এখনো মাঠে রয়েছেন তারা। ১৭ টি হলের জন্য নয়টি ভবনে ১৭ টি ভোট কেন্দ্র প্রস্তুত এবং ৯৯০ টি বুথ তৈরির কাজ শুরু হয়েছে। ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য ছয়টি মেশিন আনা হয়েছে ঢাকা থেকে। নির্বাচনকে কেন্দ্র করে আগামী বুধবার এবং বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোট গ্রহণ করা হবে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। ২৮ হাজার ৯০১ জন ভোটারের ভোট গণনার জন্য সময় প্রয়োজন অন্তত ১৫ ঘণ্টা বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Comments