বহিস্কার হয়েও পদবী ব্যবহার ও অনৈতিক সুবিধা হাসিলের অভিযোগ জেলা ছাত্রদল সভাপতি মিঠুর বিরুদ্ধে

বিতর্ক পিছু ছাড়ছে না বার বার বহিস্কার হওয়া বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজ আলম মিঠুর। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় তার পদ পদবী স্থগিত হলেও, সেই পদবীর বড়াতেই চালিয়ে যাচ্ছেন কর্মকান্ড। এতে বিব্রত হচ্ছেন ছাত্রদলের নেতা কর্মিরা। নানা অভিযোগ আর অনিয়মের ফিরিস্তি যেন তার খাতায় জমা হচ্ছে প্রতিদিন।
এর মধ্যে বেশ আলোচিত ঘটনা ঘটেছিল গত ০৮ এপ্রিল বরিশালে বালুমহলের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে মারধর ও মালামাল ছিনিয়ে নেয়ার মতো হিংসাত্মক ও জোরজবরদস্তিমূলক ঘটনা ঘটানো। এই ধরনের কর্মকান্ডে ছাত্রদল সহ দলের ভাবমূর্তি খুন্ন হওয়ায় তার সকল পদ পদবী থেক ৬ মাসের জন্য পদ স্থগিত করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মিঠুর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়। সেই আদেশ এখনও বহাল রয়েছে। যার মেয়াদ শেষ হবে নভেম্বর মাসের ২০ তারিখ।
কথা হল পদ পদবী হীন ছাত্রদল নেতা স্থগীতাদেশ প্রত্যাহার না হলেও কিভাবে দলীয় পদবী ব্যবহার করছে। এ নিয়ে জেলা ছাত্রদল নেতা কর্মিসহ বিএনপির সিনিয়র নেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাহফুজ আলম মিঠুর ফেইজবুক পেইজে ধানের শীষে ভোট চেয়ে প্রচারনার একটি পোস্ট কার্ডে জেলা ছাত্রদলের পদবী ব্যবহার করে পোষ্ট করেছেন। যা কিনা নিয়ম বহিভূত কাজ। যেটা করেছেন তিনি।
এ বিষয়ে মিঠুর মুঠফোনে জানতে চাইলে মিঠু বলেন, পদ এখন নেই ৬মাস শেষ হলে এসে পড়বে তাতে কি। এ কথা বলার সাথে সাথে তিনি ফেইজবুক প্রফাইল থেকে পোস্টটি মুছে ফেলেন।
এছাড়াও জেলা ছাত্রদলের একাধিক পদবীধারী নেতা জানিয়েছেন প্রকৌশলী মাহফুজ আলম মিঠু ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) বরিশাল জেলা শাখার আহ্বায়ক পদের আড়ালে বিভিন্ন সরকারী দপ্তরে ছাত্রদলের সভাপতি পরিচয় দিয়ে অনৈতিক সুবিধা হাসিল করে ছাত্রদলের ভাবমূর্তি খুন্ন করছে। এছাড়াও অভিযোগ রয়েছে বরিশাল ক্লাবের রুম দখল করে অর্থ আদায় করছেন মাহফুজ আলম মিঠু।
এ বিষয়ে মাহফুজ আলম মিঠু বলেন, আইডিইবি বরিশাল জেলা শাখার আহ্বায়ক আমি সেই জন্যই সাংগঠনিক কাজে তাদের কাছে যেতে হয়। এখানে ছাত্রদলের নাম ব্যবহার আমি করিনি। তবে অনৈতিক সুবিধা নেয়ার ব্যপারে তাকে জিজ্ঞেস করলে ফোনটি কেটে দেন।
এ ব্যাপারে বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন বলেন, বহিস্কার হলে পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত দলের কেহই পদ পদবী ব্যবহার করতে পারেনা। যদি করে থাকে সেটা সংগঠনের নিয়ম বহিভূত কাজ।
জেলা ছাত্রদলের কমিটি বানিজ্যের অভিযোগে সভাপতি মাহফুজ আলম মিঠু ২০২০ সালের ডিসেম্বরে ও চলতি বছরের মার্চ মাসে টেন্ডার বানিজ্য এবং সব শেষ মে মাসের ২০ তারিখে ৬ মাসে জন্য তাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে ৬ মাসের জন্য পদ পদবী স্থগিত করে কেন্দ্র।
Comments