শশুর বাড়ি থেকে মহিলা লীগ নেত্রী মৌসুমি কেকার লাশ উদ্ধার

ঝালকাঠি জেলার সাবেক যুব মহিলা লীগ নেত্রী সারমিন মৌসুমি কেকার লাশ উদ্ধার করেছে বরিশাল কোতয়ালী থানা পুলিশ । সোমবার (১৩ অক্টোবর) রাত নয়টার দিকে বরিশাল নগরীর সদর রোড টাউন হলের সামনে কেকার শশুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
রাত নয়টায় লাশটি উদ্ধার হলেও বিকেল পাঁচটার দিকে মৃত্যু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। কেকা নগরীর সদর রোড এলাকার হিরন আহমেদ লিটুর স্ত্রী ও ঝালকাঠি জেলার সাবেক আওয়ামী লীগ নেত্রী ছিলেন।
সাবেক এই প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে নগরী জুড়ে।
কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল মাজেদ জানান আমরা সরকারি জরুরি সেবা (৯৯৯) সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একটি রুমের ভিতরে লাশটি পরে আছে। তবে আমরা সংবাদ পাওয়ার কয়েক ঘন্টা আগেই মৃত্যু হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, মৃত্যুর কারন এখনও জানা যায়নি। শরীরের কয়েকটি স্থানে ক্ষত চিন্হ দেখা গেছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন, সদর রোড থেকে কেকা নামের এক মহিলার লাশ উদ্ধার হয়েছে।
লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া তার পরিবার যদি লিখিত অভিযোগ দেয় সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments