ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক এখনো অনিশ্চিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ ধরনের কোনো বৈঠকের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। তবে ভবিষ্যতে বৈঠকটি চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সোমবার টেলিফোনে সাংবাদিকদের প্রেস সচিব বলেন, আমি আগেই জানিয়েছিলাম, প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরাম এর বৈঠকে যোগ দিতে রোম যাচ্ছেন। সফরকালে তিনি কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে পারেন। তবে আমি কোথাও বলিনি যে তার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে।
তিনি আরও বলেন, সংবাদমাধ্যমগুলোকে অনুরোধ করবো তারা যেন এ সংক্রান্ত প্রতিবেদনে সঠিক তথ্য উপস্থাপন করে এবং পূর্বে প্রকাশিত ভুল তথ্য সংশোধন করে।
ওয়ার্ল্ড ফুড ফোরাম এর ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতোমধ্যেই রোমে পৌঁছেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি রবিবার স্থানীয় সময় বিকেল ৫টায় রোমে পৌঁছান। আগামী ১৫ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে
Comments