সীমান্তে অভিযান চালিয়ে ৩ কোটি টাকার শাড়ির চালান আটক

সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অবস্থিত বিজিবির ব্যাটালিয়ন।
সোমবার ভোরে চোরাচালানের উদ্দেশ্যে একটি পিকআপ গাড়িতে করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব শাড়ি আটক করে ব্রাহ্মণবাড়িয়াস্থ ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের একটি টহল দল। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান জানান, ১৪ অক্টোবর সোমবার ভোরে ব্যাটালিয়নের বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবির টহল দলটি চোরাচালানের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি দেখতে পায়। পরে এসব শাড়ি জব্দ করা হয়। জব্দ কৃত শাড়ির সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এছাড়াও এসব শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
Comments