৫ দফা দাবীতে গোপালগঞ্জে ইসলামী সমমনা দলগুলোর স্মারকলীপি প্রদান

জুলাই সনদ ঘোষনা, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলীপি দিয়েছে ইসলামী সমমনা দলগুলো। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে খেলাফত মসলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মসলিস ও জামায়েত ইসলামী বাংলাদেশ পৃথকভাবে এ কর্মসূচী পালন করে।
আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা খেলাফত মসলিসের সধারন সম্পাদক ডা. মাওলানা আব্দুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক মহুম্মদ কামরুজ্জামানের কাছে স্মারকলীপি প্রদান করেন। এসময় সাংগঠনিক সম্পাদক শেখ সাইফুল ইসলাম আজাদ, বাইতুল মাল সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, যুব মজলিসের আহ্বায়ক শরীফ তাহমিদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মোঃ জাহিদুল ইসলামসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকাদরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা স্মারকলীপি পেশ করেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সধারন সম্পাদক ইঞ্জিনিযার ইব্রাহিম শেখসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিকালে জুলাই সনদ ঘোষনা, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলীপি প্রদান করে জামাযেত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ। জেলা শহরের আলীয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়েতের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা জামায়েতের আমীর অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে জেলা প্রশাসক মহুম্মদ কামরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৫দফা দাবী উথ্থাপিত স্মারকলীপি প্রদান করা হয়।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসও স্মারকলীপি প্রদান করেন।
খেলাফত মসলিসের সধারন সম্পাদক ডা. মাওলানা আব্দুর রহমান বলেন, জুলাই সনদ ঘোষনার পাশাপাশি ফ্যাসিবাদ আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষিদ্ধ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোন ফ্যাসিবাদের জন্ম হবে না। তাই দ্রুত দাবীগুলো মেনে নিতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদার বলেন, গত বছরের ৫ আগষ্ট ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। কিন্তু জুলাই সনদ ঘোষনা না করে নির্বাচনী রোডম্যাপ ঘোষনা করা হচ্ছে। নির্বাচনের আগেই জুলাই সনদ ঘোষনা করতে হবে। সেই সাথে পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষনা দিতে হবে।
জেলা জামায়েতের আমীর অধ্যাপক রেজাউল করিম বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে স্মারকলীপি পেশ করা হলো। আশা করি প্রধান উপদেষ্টা আমাদের দাবী মেনে নিবেন। যদি না মেনে নেন তবে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী পালন করা হবে।
Comments