ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধ কোটি টাকার গ্যাস রেগুলেটর ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের গ্যাস রেগুলেটর ধ্বংস করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। আজ রবিবার সকালে ঘাটুরায় অবস্থিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এসব রেগুলেটর ধ্বংস করা হয়। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানির অবৈধ গ্যাস সংযোগ সনাক্ত ও বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ২ হাজার অবৈধ সংযোগ চিহ্নিত ও বিচ্ছিন্ন করা হয়। পরে এসব অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ২ হাজার রেগুলেটরগুলো জব্দ করা হয়। ব্যয়বহুল এসব রেগুলেটর প্রতিটির মূল্য প্রায় ২ হাজার টাকা। সরকারি বিধান অনুযায়ী আজ অবৈধ রেগুলেটরগুলোকে ধ্বংস করা হয় যার বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। তবে যেসব সংযোগের ক্ষেত্রে মামলা রয়েছে সেসব রেগুলেটর ধ্বংস করা হয় নি।
কর্তৃপক্ষ জানায় গ্রাহকরা গ্যাসের সরকার নির্ধারিত বিল পরিশোধ না করেই প্রতি রেগুলেটরে মাসে প্রায় ৬০ ঘনমিটার অবৈধ গ্যাস ব্যবহার করছিলো। এতে এসব অবৈধ সংযোগ থেকে প্রতি মাসে সরকারের ন্যূনতম ১ লক্ষ ২০ হাজার ঘনমিটার গ্যাস চুরি হচ্ছিল। গ্রাহক প্রতি ১০৮০ টাকা বিল হিসেবে ২ হাজার গ্রাহক প্রতি মাসে ন্যূনতম প্রায় ২২ লক্ষ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিল। এতে সরকার এই বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণে অভিযান চলমান থাকবে বলে জানায় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
Comments