তাড়াশে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে এ অনুষ্ঠান পালিত হয়। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কমকর্তা নুসরাত জাহান, প্রোগ্রাম ম্যানেজার জসিম উদ্দিন, সিরাজগঞ্জ ব্র্যাক সমন্বয়কারী রইস উদ্দিন, সিরাজগঞ্জ -৩ এর আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল হান্নান, এরিয়া ম্যানেজার মমতাজ খাতুন,শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আরিফুল আজম সহ অন্যান্য প্রোগ্রামের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এছাড়া ভীষণ স্প্রিং এর পক্ষে এমএ মতিন উপস্থিত ছিলেন। ব্রাক স্বাস্থ্য কর্মসূচির সকল স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য সেবিকা উপস্থিত হয়ে বিশ্ব দৃষ্টি দিবসকে সাফল্যমণ্ডিত করেন। র্যালি শেষে চক্ষু পরীক্ষা করে অসহায় দুঃস্থ মানুষদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, চোখের যত্ন নেওয়ার বিষয়ে জনগণকে আরও সচেতন করতে হবে। অল্প বয়স থেকেই চোখের সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামে ব্র্যাকের উদ্যোগে স্বাস্থ্য কর্মসূচির আওতায় সাধারণ মানুষকে সচেতন করা হয়।
দিবসটি উপলক্ষে বিনামূল্যে চোখ পরীক্ষা, সচেতনতামূলক লিফলেট বিতরণসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
Comments