ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজবে তার ছেলের ক্ষোভ

জনপ্রিয় চিত্রনায়ক ও 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ভিত্তিহীন তথ্য প্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন তার একমাত্র ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।
জয় শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার নিয়মিত চিকিৎসা চলছে। সবাইকে অনুরোধ করছি, কেউ কোনো গুজবে কান দেবেন না। বরং বাবার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন।
তিনি আরও বলেন, দেশ-বিদেশে নিসচার কর্মী, ভক্ত এবং সাধারণ মানুষ যে আন্তরিকভাবে দোয়া করছেন বিশেষ করে জুমার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন আমরা পরিবারের পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে কিছু অসাধু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারীর কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে জয় বলেন, দুঃখজনকভাবে কিছু মানুষ ভিউয়ের আশায় বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়াচ্ছেন। এসব কাজ শুধু জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে না, বাবার ভক্তদেরও কষ্ট দিচ্ছে। আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।
বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। গত আগস্টে উইলিংটন হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, টিউমারের কিছু অংশ অপসারণ করা গেলেও পুরোটা করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে। এখন তিনি টার্গেট থেরাপি হিসেবে রেডিয়েশন ও কেমোথেরাপি নিচ্ছেন, যা সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ চলবে।
ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর শুনে চলচ্চিত্র অঙ্গনে শোক ও উদ্বেগের ছায়া নেমে আসে। চিত্রনায়িকা রোজিনা ও সোনিয়া সম্প্রতি লন্ডনে গিয়ে তাঁর খোঁজ নেন। রোজিনা বলেন, উনি আমাদের সবার প্রিয় মানুষ। আমরা সবাই চাই, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন। অন্যদিকে, গত ৫ অক্টোবর এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে মিশা সওদাগরের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত শিল্পীরা একসঙ্গে প্রার্থনা করেন ইলিয়াস কাঞ্চন যেন দ্রুত আরোগ্য লাভ করে আবারও তাদের মাঝে ফিরে আসেন।
Comments