'পুরোনো ভুল শুধরে নেওয়াই আমাদের লক্ষ্য'

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি উঠবে র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে আছে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপে খেলতে তাদের আরও দুই ধাপ উন্নতি করতে হবে। সে হিসেবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারার ঘটনা বড় ধাক্কাই বটে মেহেদি মিরাজের দলের জন্য। তবে বাকি দুই ম্যাচ জিতলে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ থাকছে। শীর্ষ আটে জায়গা করতে না পারলে বিশ্বকাপে খেলতে বাছাইপর্ব পেরোতে হবে মিরাজ-তাসকিনদের।
বাংলাদেশের মতো দলের কোয়ালিফায়ারে খেলা মানায় না বলে দাবি করেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার মতে বাংলাদেশের আরও ওপরের দিকে থাকা উচিত ছিল। আপাতত বাকি ম্যাচগুলো জিতে সরাসরি বিশ্বকাপে যাওয়াই লক্ষ্য তাদের। আরব আমিরাতে গতকাল (শুক্রবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, 'আরও ওপরের দিকে থাকাটাই আমাদের জন্য মানানসই। আসলে যেটা হয়ে গেছে, হয়ে গেছে। এখন কীভাবে পরের ম্যাচগুলো জেতা যায়, সেটাই আমাদের লক্ষ্য।'
এই পেস অলরাউন্ডার বলেন, '২০২৭ বিশ্বকাপে কীভাবে আমরা সরাসরি খেলতে পারি সেটাই আমাদের মাথায় থাকা উচিত। কোয়ালিফায়ার খেলা আসলে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য মানায় না।' টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ফলে আত্মবিশ্বাস নিয়েই তারা ওয়ানডে সিরিজে নেমেছিল। দ্বিতীয় ওয়ানডেতে আজ (শনিবার) ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। যা বাঁচিয়ে রাখবে সিরিজ জয়ের আশাও।
দ্বিতীয় ম্যাচের আগে পুরোনো ভুল শুধরে নেওয়াই লক্ষ্য বাংলাদেশের। তানজিম সাকিব বলেন, 'আমাদের প্রধান মনোযোগ এখন স্ট্রাইক রোটেট করা। অনেক বেশি ডট বল হয়ে যাচ্ছে। এটা নিয়ে সবাই অনেক চিন্তিত। ৫০ ওভারের ম্যাচে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক লক্ষ্য ছুঁড়ে দিতে না পারেন তাহলে খেলা কঠিন হয়ে যায়। এটা নিয়েই আমরা আলোচনা করছি।'
ব্যাট-বলে নিজেদের পরিকল্পনা জানিয়ে তানজিম সাকিব বলেন, 'এই উইকেটে রান করা একটু কঠিন। আনপ্লেয়েবল উইকেট না, তবে স্কোর করা ডিফিকাল্ট। যখন রান করতে যাবেন, উইকেট মাঝে মাঝে একটু স্লো, মাঝে মাঝে বাড়তি বাউন্স। আমরা পেসাররা একটু বাইরে বাইরে বল করছি। স্টাম্পে আরও বল করতে হবে। এটাই টিম মিটিংয়ে আলোচনা করেছি। পরের ম্যাচে যত বেশি স্টাম্পে বল করা যায়। এই লক্ষ্য নিয়েই আগাব। আর পেসারদের অ্যাটাক করতে হবে, উইকেট নেওয়ার জন্য।'
Comments