ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চশমা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে চোরাচালানের জন্য আনা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও চশমা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযানে এসব ভারতীয় পণ্য আটক করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান জানান বিশেষ গোয়েন্দা তথ্য পেয়ে আজ ১০ অক্টোবর শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা ও মঈনপুর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ০৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করা হয়।
Comments