‘আমরা ৫০ রান কম করেছি’, ম্যাচ হারের পর হৃদয়

বাংলাদেশ অধিনায়কদের অনেক ম্যাচেই হারের পর আফসোস করতে দেখ যায়, আর কিছু রান যদি থাকত! গতকাল আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। এবারও হারের পর যথেষ্ট রান না থাকার আক্ষেপ ঝরেছে তাওহিদ হৃদয়ের কণ্ঠে।
হৃদয় বলেন, 'আমাদের ৪০ থেকে ৫০ রান কম হয়েছিল। এটা যদি আমরা করতে পারতাম, তাহলে খেলার সিনারিও আলাদা হতো। এত সহজ উইকেট ছিল না। উইকেটে বোলারদের জন্য সহায়তা ছিল। বোলাররা যথেষ্ট ভালো বল করেছেন। আমার মনে হয়, ব্যাটিংয়ে আমরা ৫০ রান কম করেছি।'
ওয়ানডেতে লম্বা বিরতির কারণে মানিয়ে নিতে সমস্যা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, 'বিরতি বলব না (ওয়ানডে অনেক দিন পর)। পেশাদার খেলোয়াড় হিসেবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে হবে। অবশ্যই এখানে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা যেহেতু আমরা ৫০ ওভারের ম্যাচে পুরো ইনিংস খেলতে পারিনি।'
ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, 'কোনো দলের জন্যই এটা ভালো সাইন না। আমরা যারা ব্যাটসম্যান আছি, এখান থেকে এক-দুইজন খেলাটা ফিনিশিং করতে পারলে আমাদের জন্য ভালো হবে। আশা করছি, সামনের ম্যাচ থেকে এই জিনিস থেকে আমরা ঘুরে দাঁড়াব।'
সিরিজ জিতলে হলে পরবর্তী দুইটি ম্যাচই জিততে হবে। এ প্রসঙ্গে হৃদয় বলেন , 'আপনি ভবিষ্যতের কথা কীভাবে বলবেন? ভবিষ্যত ভবিষ্যতের জায়গায়ই থাকুক। আমরা আমাদের সামনে যে ম্যাচ আছে সেটাতেই ফোকাস করতে চাচ্ছি। যদি ওই ম্যাচটা আমরা ভালো কিছু করতে পারি এবং সামনের দুইটা ম্যাচ যেন পরপর জিততে পারি।'
Comments