সৌদি আরব–বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫-এ অংশীদার হলো মেঘনা ব্যাংক

সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) আয়োজনে তিন দিনের সৌদি আরব–বাংলাদেশ বিজনেস সামিট অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার করার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মেঘনা ব্যাংক এই মর্যাদাপূর্ণ ব্যবসায়িক সম্মেলনে সিলভার স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছে। এসএবিসিসিআই-এর সদস্য হিসেবে ব্যাংকটি সম্মেলনে একটি এক্সক্লুসিভ স্টল স্থাপন করেছে, যেখানে ব্যাংকের উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে ।
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মেঘনা ব্যাংকের স্টল উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন ব্যাংকটির চেয়ারপারসন উজমা চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো: ছাদেকুর রহমান, লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান কাজী ফারহানা জাবিন ও ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই অংশগ্রহণের মাধ্যমে মেঘনা ব্যাংক সৌদি আরব–বাংলাদেশ আন্তদেশীয় ব্যবসায়িক সহযোগিতা জোরদার ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ।
Comments