উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এ সময় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৪০ হাজার করে ৭ জন সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম মোগল,আনসার ভিডিপি কর্মকর্তা, বশির আহমেদ সহ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রবীণ ব্যক্তিরা অংশ নেন।
বক্তারা বলেন, প্রবীণ ব্যক্তিরা সমাজ ও পরিবারের অভিজ্ঞতার ভাণ্ডার তাঁদের সম্মান ও যত্ন নেওয়া সবার দায়িত্ব।
Comments