উল্লাপাড়ায় সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করলেন এক যুবক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে সাইফুল ইসলাম নামের এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮ টার দিকে উপজেলার উল্লাপাড়া রেলক্রসিং এলাকায়।
নিহত সাইফুল ইসলাম উপজেলার কয়রা ইউনিয়নের চড়ইমড়ী গ্রামের আবু জাফর ব্যাপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের নিচে হঠাৎ ঝাঁপ দেন সাইফুল। এতে তিনি ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের বড় ভাই শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমাদের সৎ মা দায়ী। তিনি নিয়মিত গালাগালি ও মানসিক নির্যাতন করতেন। এসব সহ্য করতে না পেরে আমার ভাই এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
Comments