'ভুয়া অ্যাকাউন্ট থেকে সচেতন থাকুন, নিরাপদ থাকুন'
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। সাধারণত কাজ নিয়েই আলোচনায় থাকেন। যদিও মাঝে আইনি জটিলতায় জড়িয়েছিলেন তিনি। কিন্তু এবার প্রতারণার শিকার হলেন। একদম গুরুতর প্রতারণার শিকার হয়েছেন এ অভিনেত্রী।
চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার অভিযোগ―তার নাম ও ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে অন্যদের কাছে টাকা চাওয়া হচ্ছে। এ নিয়েই ফেসবুকে এবার সরব হয়েছেন এ তারকা।
সোমবার (৬ অক্টোবর) ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে ভুয়া অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট পোস্ট করে সহকর্মী ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করেছেন নুসরাত ফারিয়া। পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তারপর লিখেছেন, 'কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নম্বর দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটি সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।'
এ ঢালিউড তারকা আরও লিখেছেন, 'দয়া করে প্রতিক্রিয়া দেবেন না, কাউকে টাকা পাঠাবেন না এবং এমন প্রোফাইল রিপোর্ট করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।'
প্রসঙ্গত, তারকাদের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট, পেজ, হোয়াটসঅ্যাপ থাকার বিষয়টি নতুন নয়। মাঝে মধ্যেই নায়ক-নায়িকা ও গায়করা এ নিয়ে কথা বলে থাকেন। এমনকি এ নিয়ে শিরোনামও হয়ে থাকে। কিন্তু এরপরও প্রতারক চক্ররা তারকাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা করে যান। আইনশৃঙ্খলা অবশ্য এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিয়ে থাকে।
এর আগে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবং বরেণ্য চিত্রনায়ক আলমগীরও এ ধরনের ভুয়া অ্যাকাউন্টের বিড়ম্বনার শিকার হয়েছিলেন। তখন নায়কের ব্যাপারে তার মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর সতর্ক করেছিলেন। আর অভিনেত্রী প্রভা নিজেই কথা বলেছিলেন তার ব্যাপারে।
Comments