ব্রিটিশ বাণিজ্য বিষয়ক প্রতিনিধি দলের কাছে জামায়াতের ৫ প্রস্তাব

বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। সোমবার (৬ অক্টোবর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, "আমরা যুক্তরাজ্যের প্রতিনিধি দলকে জানিয়েছি, একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য বিচারব্যবস্থার সংস্কার এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। সেইসঙ্গে আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালুর দাবিও জানাই।"
তিনি আরও জানান, বৈঠকে যুক্তরাজ্য নির্বাচন বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেছে।এক ঘণ্টার এই বৈঠকে জামায়াতে ইসলামী প্রতিনিধি দলে তিন নারী নেত্রীসহ ছয়জন সদস্য অংশ নেন। শুধু নির্বাচন নয়, বৈঠকে বাংলাদেশে শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং যুক্তরাজ্য থেকে বিনিয়োগ– এসব নিয়েও আলোচনা হয়।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "নারীর ক্ষমতায়নের বিষয়ে জামায়াত ধারাবাহিকভাবে কাজ করছে। নারীরা যেন শিল্পখাতসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি অংশ নিতে পারেন, সেজন্য আমরা উদ্যোগ নিচ্ছি—এ বিষয়টিও প্রতিনিধি দলকে জানিয়েছি।"
Comments