এভারেস্টে তুষারঝড়ে আটকা পড়া ৩৫০ জনকে উদ্ধার

তীব্র তুষারঝড়ের কবলে পড়ে তিব্বতের মাউন্ট এভারেস্ট এলাকায় আটকে পড়েছেন অন্তত এক হাজার পর্যটক ও পর্বতারোহী। তাদের উদ্ধারে চলছে পুরোদমে অভিযান। রয়টার্স জানিয়েছে, স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে—এখন পর্যন্ত ৩৫০ জনকে নিরাপদে উদ্ধার করে তিব্বতের কিউডাং শহরে স্থানান্তর করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, পর্যটকেরা এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় ৪,৯০০ মিটার (১৬,০০০ ফুট) উচ্চতায় আটকা পড়েন। প্রবল তুষারপাতের কারণে অঞ্চলটিতে যাতায়াত বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী দলগুলো স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পথ পরিষ্কার করে আটকে পড়াদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।
এই ঢালটি পর্বতারোহীদের মধ্যে বেশ জনপ্রিয়। গত শুক্রবার সন্ধ্যা থেকে সেখানে ভারী তুষারপাত শুরু হয়, যা দ্রুত তীব্র আকার ধারণ করে। স্থানীয় গাইড চেন গেশুয়াং জানান, প্রচণ্ড ঠাণ্ডার কারণে হাইপোথারমিয়ার ঝুঁকি রয়েছে, এবং অক্টোবর মাসে এমন বৈরী আবহাওয়া তিনি এর আগে দেখেননি।
'ব্লু স্কাই রেসকিউ' নামে একটি উদ্ধারকারী দলের কাছে ফোনে সহায়তা চাওয়া হয়। জানানো হয়, তীব্র তুষারপাতের কারণে ক্যাম্পের তাঁবুগুলো ভেঙে গেছে এবং কয়েকজন পর্বতারোহী হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছেন।
এ ঘটনার পর, স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ শনিবার রাত থেকেই এভারেস্ট এলাকায় প্রবেশ এবং ভ্রমণের টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
এদিকে, বৃহত্তর অঞ্চলে চরম আবহাওয়া বিরাজ করছে। নেপালে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন। চীনের আরও কিছু এলাকায় টাইফুন ম্যাটমোর প্রভাবে প্রায় দেড় লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট (উচ্চতা ৮,৮৪৯ মিটার) প্রতিবছর বহু অভিযাত্রীর আকর্ষণ হলেও, সেখানে ওঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আবহাওয়ার হঠাৎ পরিবর্তন পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে।
Comments